New Update
/anm-bengali/media/media_files/eRhmn15jWosOHEi9feqC.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল আর সিপিএমকে একসঙ্গে কটাক্ষ।
/anm-bengali/media/media_files/ijCApIpze16GS2vMCw0F.jpg)
নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
তিনি লেখেন, 'আর জি করের বীভৎসতা থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূলের হাথরাস-উন্নাও চিৎকার একেবারে সিপিএমের জেরক্স কপি। ঘরের পাশে পূর্ব পাকিস্তানে যখন বাঙালি হিন্দুদের উপর অমানুষিক নির্যাতন হচ্ছে তখন তা ঢাকবার জন্য সিপিএম ভিয়েতনাম কিউবা ইত্যাদি বলে রাস্তায় নেমে হাউ হাউ করত।'
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
আর জি করের বীভৎসতা থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূলের হাথরাস-উন্নাও চিৎকার একেবারে সিপিএমের জেরক্স কপি। ঘরের পাশে পূর্ব পাকিস্তানে যখন বাঙালি হিন্দুদের উপর অমানুষিক নির্যাতন হচ্ছে তখন তা ঢাকবার জন্য সিপিএম ভিয়েতনাম কিউবা ইত্যাদি বলে রাস্তায় নেমে হাউ হাউ করত।
— Tathagata Roy (@tathagata2) August 26, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us