'একশো বার বেচে দেবে, সরকারের কাজ নয় ব্যবসা করা'! বিতর্ক উস্কে দিলেন BJP নেতা

আবার বিতর্কিত পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
sdfghj

নিজস্ব সংবাদদাতা: X হ্যান্ডেলে মাঝেমাঝেই নানা বিতর্ক উস্কে দেন বিজেপি নেতা তথাগত রায়। নিজের মতামত ব্যক্ত করেন তিনি। 

tathagata roy .jpg

এবার আবার পোস্ট করলেন। লেখেন, 'শুধু শ্যামাপ্রসাদের জন্য কলকাতা সমেত গোটা বাংলাকে বগলদাবা করতে পারে নি, বাঙালি হিন্দুদের ধিম্মি (থার্ড ক্লাস নাগরিক) বানাতে পারে নি, এই দুঃখে ভারত ও বাংলাদেশের জেহাদি  বাঙালি মুসলমানদের একটি অংশ স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও মুহ্যমান। তাদের সঙ্গে তাদের তল্পিবাহক হিন্দুদের একটি অংশও আছে, তারা অবশ্য বেশিরভাগ অপপ্রচারে বিভ্রান্ত । এই জন্য জেহাদিরা একটি পন্থা আবিষ্কার করেছে। বাঙালি হিন্দুদের হৃদয়ের নেতা সুভাষচন্দ্রের সঙ্গে শ্যামাপ্রসাদের যে প্রচন্ড শত্রুতা ছিল নিরন্তর মিথ্যা প্রচারের মাধ্যমে সেটা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে যায়। বামপন্থী জাবর খেয়ে বেড়ে ওঠা বাঙালি হিন্দুর একটা অংশের মাথা থেকে সরকারী সংস্থার প্রতি ভালোবাসা কখনো যাবে না। কারণ এই সব সংস্থায় কাজ করতে হয় না, শুধু হাজিরা দিলেই চলে। তাই এই 'বেঁচে দিল, বেঁচে দিল' আর্তনাদ। 'বেঁচে' নয়, একশো বার 'বেচে' দেবে, কারণ সরকারের কাজ নয় ব্যবসা করা'।

Add 1