'জ্যোতি বোস সন্ধ্যাবেলায় ব্লু লেবেল স্কচ উপভোগ করল! পুরোনো ঘটনায় খোঁচা দিলেন BJP নেতা

জ্যোতি বসুকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
jyoti_basu

নিজস্ব সংবাদদাতা: এবার সিপিএমকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। কলকাতায় ১৯৮২ সালে হওয়া ঘটনাকে নিয়ে তিনি পুরনো তথ্য আওড়ালেন। 

cpim katwa.jpg

X হ্যান্ডেলে তথাগত লেখেন, 'যেন ভুলে না যাই। আজ ৩০শে এপ্রিল, সেই কালান্তক দিন। যেদিন ১৯৮২ সালে শহর কলকাতার বুকে দিনে দুপুরে বালিগঞ্জের বিজন সেতুর উপরে এক জন সন্ন্যাসিনী সমেত সতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসীকে কেরোসিন তেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল শচীন সেনের নেতৃত্বে একদল সিপিএমের ঠাণ্ডামাথার খুনী। কয়েকজনকে সেই জ্বলন্ত অবস্থাতেই নীচের রেললাইনে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ নিশ্চুপ, জ্যোতি বোস সন্ধ্যাবেলায় যথারীতি ব্লু লেবেল স্কচ উপভোগ করল। সেই সিপিএম  ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে আমরা ঘরে তৃণমূলী সাপ ঢুকিয়েছিলাম। ভেবেছিলাম ইঁদুর খেয়ে সাপ চলে যাবে। যায় নি। কেটেছে, বিষ ঢেলেছে। আর যেন ভুল না করি'।

Tathagata Roy

Add 1