/anm-bengali/media/media_files/05EBYLsg0czghjCsAqY2.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তিনি এবার বিধানসভায় আগামী সপ্তাহে অধিবেশন ডেকে ফাঁসির দাবিতে বিল আনবেন। এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি লেখেন, ধর্ষণের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, এবং ১০ দিনের মধ্যে বিচার বিভাগীয় কার্যক্রম শেষ করার বিষয়ে মমতার বক্তৃতা এতটাই ঘোলাটে, যেটি আর জি কর নৃশংসতা থেকে মনোযোগ সরানোর জন্য তৈরী করা হয়েছে।
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
নেতা লেখেন, সুপ্রিম কোর্ট বচ্চন সিংয়ের মামলায় রায় দিয়েছিল যে যে কোনও মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই দ্বিখণ্ডিত বিচার হতে হবে। এই ধরনের ট্রায়াল ১০ মাসেও শেষ করা যাবে না, ১০ দিনের কথাই ছেড়ে দিন। এটি পুরানো দণ্ডবিধির ধারা ৩০৩-কেও বাতিল করেছে যা বাধ্যতামূলক মৃত্যুদণ্ডকে বেআইনি করেছে৷
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
এরপর তিনি লেখেন, তার পশ্চিমবঙ্গ বিধানসভা সংবিধান বা সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত আইনকে অগ্রাহ্য করতে পারে না। তাই তিনি যা কথা বলছিলেন তা সব বাজে কথা। আমি একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে এই সব পেয়েছি।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
Mamata’s talk about mandatory death penalty for rape, and completion of judicial proceedings in 10 days is so much horseshit, designed to divert attention from the R G Kar atrocity.
— Tathagata Roy (@tathagata2) August 29, 2024
Supreme Court had ruled in Bachchan Singh’s case that there must be a BIFURCATED TRIAL in any…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us