/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে আর জি কর নিয়ে বিঁধলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/5nsEm6Tm5xkQ0zPkNcRU.jpeg)
তিনি লেখেন, 'আর জি করের বীভৎসতার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ চলছে। তার বিরুদ্ধেও তৃণমূলের পয়সাখাওয়া ক্লাবের গুন্ডাগুলো পরিত্রাহি চেঁচিয়ে যাচ্ছে। একমাত্র বক্তব্য, সেই পচা whataboutery!মণিপুর সম্বন্ধে কিছু বলুন, বিহারে কেন ব্রিজ ভেঙে পড়ল, হাথরাস, ইত্যাদি। হাথরাসের লোকেরা ভুলে গেছে, কিন্তু বাংলার মুলোরা চেঁচাতে ছাড়বে কেন ?'
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
এরপরে তিনি লেখেন, 'কিছু বলতে হয় তো মুলোরা বলছে না কেন ? লেখাপড়া নেই। দিদিমা ওখানে গিয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন না কেন ? দলের নাম তো শখ করে রেখেছেন ‘সর্বভারতীয়’ ! কানা ছেলের নাম পদ্মলোচন !'
/anm-bengali/media/media_files/05EBYLsg0czghjCsAqY2.jpg)
আর জি করের বীভৎসতার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ চলছে। তার বিরুদ্ধেও তৃণমূলের পয়সাখাওয়া ক্লাবের গুন্ডাগুলো পরিত্রাহি চেঁচিয়ে যাচ্ছে। একমাত্র বক্তব্য, সেই পচা whataboutery!মণিপুর সম্বন্ধে কিছু বলুন, বিহারে কেন ব্রিজ ভেঙে পড়ল, হাথরাস, ইত্যাদি। হাথরাসের লোকেরা ভুলে গেছে, কিন্তু…
— Tathagata Roy (@tathagata2) August 20, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us