নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় অধীর চৌধুরীকে করলেন আক্রমণ।
/anm-bengali/media/media_files/hVfsiPSYAeRHDpI7Dg2c.jpg)
তথাগত রায় X হ্যান্ডেলে লেখেন, 'অধীর চৌধুরী পাঁচবার লোকসভা সদস্য হয়েছেন, মুসলমান অধ্যুষিত বহরমপুর কেন্দ্র থেকে। এবার হেরে গেলেন - বহরমপুরের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কহীন, গুজরাটি মুসলমান ইউসুফ পাঠানের কাছে। এই হার আমাদের কি শেখায় ? এই শেখায়, যে মুসলমানরা ততদিনই অমুসলমানকে সমর্থন করবে যতদিন একটি সুবিধাজনক মুসলমান বিকল্প তাদের সামনে থাকবে না। যখন সেই বিকল্প আসবে তখনি তারা সেই অমুসলমানের থেকে সমর্থন সরিয়ে নেবে। অর্থাৎ, (কবিগুরুর কাছে ক্ষমা চেয়ে) অধীর হারিয়া প্রমাণ করিলেন তিনি কখনোই জেতেন নাই।'
অধীর চৌধুরী পাঁচবার লোকসভা সদস্য হয়েছেন, মুসলমান অধ্যুষিত বহরমপুর কেন্দ্র থেকে। এবার হেরে গেলেন - বহরমপুরের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কহীন, গুজরাটি মুসলমান ইউসুফ পাঠানের কাছে।
— Tathagata Roy (@tathagata2) June 26, 2024
এই হার আমাদের কি শেখায় ?
এই শেখায়, যে মুসলমানরা ততদিনই অমুসলমানকে সমর্থন করবে যতদিন একটি…
/anm-bengali/media/post_attachments/2303853cc4f4868bbef7a1bb8c655f6156542c2a5246a48822009456b507ecd0.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us