/anm-bengali/media/media_files/vhOQu5RQKHZa2ngqrFL8.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/GWgdMaoJ0GLg2jVvGJuD.jpg)
এই বিজেপি নেতা X হ্যান্ডেলে লেখেন, 'পশ্চিমবঙ্গের দিদিমাশ্ৰী আর তার ভাইপোশ্রী এমন প্যাঁচে পড়েছেন যে মুখে কথাটি নেই। কেবল কিছু বুদ্ধিহীন চটিচাটাদের এই সব ambiguous ও confusing পোস্ট করাচ্ছেন এই আশায়, যে ব্যাপারটা ঘুলিয়ে যাবে। কিন্তু এবার তা নাও হতে পারে ! দফা এক দাবী এক, মমতার পদত্যাগ'।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
পশ্চিমবঙ্গের দিদিমাশ্ৰী আর তার ভাইপোশ্রী এমন প্যাঁচে পড়েছেন যে মুখে কথাটি নেই। কেবল কিছু বুদ্ধিহীন চটিচাটাদের এই সব ambiguous ও confusing পোস্ট করাচ্ছেন এই আশায়, যে ব্যাপারটা ঘুলিয়ে যাবে। কিন্তু এবার তা নাও হতে পারে ! দফা এক দাবী এক, মমতার পদত্যাগ। https://t.co/8RxJ0gMbNV
— Tathagata Roy (@tathagata2) September 6, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us