/anm-bengali/media/media_files/o5R9hntlG5pgzrRufBV2.jpg)
নিজস্ব সংবাদদাতা: একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশের বিরোধীরা উত্তাল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারও এর বিরোধিতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে চলেছেন বিজেপি নেতা তথাগত রায়। দাবি মুসলিম ভোট পাওয়ার জন্যই বিরোধিতা।
/anm-bengali/media/media_files/jq4T4k7EaPrky2qYTxKz.jpg)
এবার আবার একটি ভিডিও পোস্ট করে X হ্যান্ডেলে বিজেপি নেতা লেখেন, 'শ্যামবাজারের মোড়ে টুপি-দাড়িওলারা রাস্তা বন্ধ করে হাউ হাউ করছে। এগুলো মসজিদে করা যেত না ? কিন্তু না ! হিন্দুদের দেখাতে হবে, আমরাই আসল, তোমরা তুচ্ছ। এর জন্যই কি শ্যামাপ্রসাদ বাঙালি হিন্দুর ভূমি হিসাবে পশ্চিমবঙ্গ তৈরী করেছিলেন? মুসলমান ভোটের লোভে মানুষ কত নীচে নামতে পারে !'
/anm-bengali/media/media_files/IHK6WDidJfoaIowZ3aD1.webp)
শ্যামবাজারের মোড়ে টুপি-দাড়িওলারা রাস্তা বন্ধ করে হাউ হাউ করছে।
— Tathagata Roy (@tathagata2) March 14, 2024
এগুলো মসজিদে করা যেত না ?
কিন্তু না ! হিন্দুদের দেখাতে হবে, আমরাই আসল, তোমরা তুচ্ছ।
এর জন্যই কি শ্যামাপ্রসাদ বাঙালি হিন্দুর ভূমি হিসাবে পশ্চিমবঙ্গ তৈরী করেছিলেন?
মুসলমান ভোটের লোভে মানুষ কত নীচে নামতে পারে ! pic.twitter.com/X9d34KORVJ
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/post_attachments/400f629bf0dbbc64aeab9b48e251b8fbe36161d6f7458657dd5f3ca5c41d67b8.jpeg)
/anm-bengali/media/post_attachments/05c7c0675bba9ec442e6967556358f3cc0e776a5f68d5f1b071f07785625a9de.jpeg)
/anm-bengali/media/post_attachments/f486d4f89982304f8c1dc852ce1adc6b2c40420fd1f9f1519f1b2530c7ad6f6d.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us