/anm-bengali/media/media_files/2025/01/13/QLZnxM4KhQAJd9j5wEss.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এই দিনে বিশেষ পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি লেখেন, আজ দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে তাঁকে প্রণাম ।
যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলীর কাছ থেকে ভারত স্বাধীনতা পেয়েছিল তিনিই ১৯৫৩ সালে কলকাতায় এসে সে সময়কার অস্থায়ী রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তীকে বলে গিয়েছিলেন, ব্রিটিশের ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পিছনে মোহনদাস গান্ধী ও তার আন্দোলনের ভূমিকা ছিল ‘minimal’ ।
তাহলে কিসের ভূমিকা ছিল প্রধান?
আজ দিনের আলোর মত স্পষ্ট, নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ও তার পরে মুম্বাইয়ের নৌবিদ্রোহ ভারতীয় সেনাদের উপর ব্রিটিশের বিশ্বাসই টলিয়ে দিয়েছিল । এইজন্যই ব্রিটিশ শেষপর্যন্ত ভারত ছেড়ে যেতে মনস্থ করে ।
আজ দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে তাঁকে প্রণাম ।
— Tathagata Roy (@tathagata2) January 23, 2025
যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলীর কাছ থেকে ভারত স্বাধীনতা পেয়েছিল তিনিই ১৯৫৩ সালে কলকাতায় এসে সে সময়কার অস্থায়ী রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তীকে বলে গিয়েছিলেন, ব্রিটিশের ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পিছনে মোহনদাস…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us