Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/k2bC6ROXgXAv7Jk9dIAX.webp)
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন। তবে বর্তমানে ভোটের প্রচারে গিয়ে তিনি দাবি করেছেন যে বাইরে থেকে ইন্ডিয়া জোটকে জেতানোর জন্য সমস্ত রকম সহযোগিতা করবেন।
/anm-bengali/media/media_files/E0uRv8X4OBuDk9FCwrNA.webp)
এবার এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টে আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। X হ্যান্ডেলে লেখেন, 'নির্বাচনে হেরে যাবার পরে ইন্ডিয়া নামক এই ল্যাংড়া জোটের শরিক কেউই হতে চাইবে না। তাই মমতা আগেভাগেই গেয়ে রাখলেন যে তারা জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন। অর্থাৎ এখনই ইন্ডিয়া জোট, বাই-বাই।'
/anm-bengali/media/media_files/mdg4EPqyVV11APZVVFXW.jpg)
নির্বাচনে হেরে যাবার পরে ইন্ডিয়া নামক এই ল্যাংড়া জোটের শরিক কেউই হতে চাইবে না। তাই মমতা আগেভাগেই গেয়ে রাখলেন যে তারা জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন। অর্থাৎ এখনই ইন্ডিয়া জোট, বাই-বাই।
— Tathagata Roy (@tathagata2) May 16, 2024
/anm-bengali/media/post_attachments/c8b97587b2dba5f4154b66d3028de73a72221c4161109b407f48fadd9c54ddcc.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us