/anm-bengali/media/media_files/YyhBb77Bc4AiJ8Q6Gl4K.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে ব্যর্থ ইডি (ED)। আর এই নিয়ে বাড়ছে উত্তেজনা। এরই মাঝে ফের একবার আসরে নামলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। আজ সোমবার তিনি এক টুইট বার্তায় বলেন, ‘আমরাজানতামডাইনোসরেরডিমজোগাড়করাখুবকঠিন।এখনদেখছিতাকেওছাড়িয়েগেছেকালীঘাটেরকাকু (Kalighater Kaku)ওরফেসুজয়কৃষ্ণভদ্ররকণ্ঠস্বরেরনমুনাজোগাড়।কেন! কারণচাকরিচুরি, কয়লাচুরি, গরুচুরি, বালিচুরিপাথরচুরি, গরুপাচার, সোনাপাচার, মেয়েপাচার ! এতচোরএতচোরএতচোর!’
আমরা জানতাম ডাইনোসরের ডিম জোগাড় করা খুব কঠিন। এখন দেখছি তাকেও ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা জোগাড়।
— Tathagata Roy (@tathagata2) November 27, 2023
কেন!
কারণ
চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি পাথর চুরি, গরু পাচার, সোনা পাচার, মেয়ে পাচার !
এত চোর এত চোর এত চোর!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us