New Update
/anm-bengali/media/media_files/XXHaAtXtY1p2PCZMIoYX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নতুন করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)-কে চাঁচাছোলা ভাষায় আক্রণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘জ্যোতিপ্রিয়মল্লিকনিজেরসতীপনাদেখাতেএকবিচিত্ররাস্তাধরেছিল।যেসবরেশনডিলারতারদুর্নীতিতেসামিলহতেরাজিহতেননাতাদেরদোকানবাগুদামেইরেডকরাত।তাদেরবরাতখারিজকরেদেওয়াহত, কালোতালিকায়নামতোলাহত।‘
আনন্দবাজারের খবর অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক নিজের সতীপনা দেখাতে এক বিচিত্র রাস্তা ধরেছিল। যে সব রেশন ডিলার তার দুর্নীতিতে সামিল হতে রাজি হতেন না তাদের দোকান বা গুদামেই রেড করাত। তাদের বরাত খারিজ করে দেওয়া হত, কালো তালিকায় নাম তোলা হত।
— Tathagata Roy (@tathagata2) November 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us