'বাংলাদেশে যেখানে ভারত সেবাশ্রমের জন্ম, সেখানে হিন্দুরা আক্রান্ত! এঁরা হিন্দুধর্ম রক্ষার কাজে নামবেন না?' ময়দানে BJP নেতা

তথাগত রায়ের পোস্টে আবার নতুন বার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
tathagataaagh.jpg

নিজস্ব সংবাদদাতা: হিন্দু সন্ন্যাসীদের নিয়ে পোস্ট বিজেপি নেতা তথাগত রায়ের। 

x tathagata roy sad face

তথাগত রায় লেখেন, 'এঁরা হিন্দু সন্ন্যাসী। পশ্চিমবঙ্গে হিন্দুরা আক্রান্ত। বাংলাদেশে, যেখানে ভারত সেবাশ্রমের জন্ম, সেখানে হিন্দুরা আক্রান্ত ও পরাভূত। এই অবস্থায় এঁরা হিন্দুধর্ম রক্ষার কাজে নামবেন না ? এই হতভাগ্য রাজ্যে রাজনীতির বাইরে কিছু হয় না। সেখানে সাধুদের অবশ্যই রাজনীতিচর্চা করতে হবে। আবার সেই দুরকম মাপকাঠি, সেই ভণ্ডামি। ভারতে শাহী ইমাম, বিদেশে আয়াতোল্লাহ খোমেইনী রাজনীতিতে ডুবে থাকতেন, কিন্তু হিন্দু সাধুরা রাজনীতির ধারেকাছে যেতে পারবেন না ?'