/anm-bengali/media/media_files/sQgZTewoLzwhXJuQMhzN.jpg)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচন আসতে আর কিছুদিন বাকি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার শুরু করে দিয়েছে এবং প্রার্থী তালিকা একের পর এক পেশ করে চলেছে। বসিরহাটের বিজেপি প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। তিনি সন্দেশখালির মেয়ে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি শুধু নয়, গোটা দেশের রাজনীতিতে আলোচনায় রয়েছে সন্দেশখালির ঘটনা। শেখ শাহজাহানের গুন্ডাবাহিনী সেখানকার মহিলাদের উপর যে অত্যাচার চালিয়েছে তা নিয়ে প্রতিটি বিরোধী দল আক্রমণ করেছে রাজ্য সরকারকে।
/anm-bengali/media/media_files/4aL3wlB5OxOVZFcF5i7B.jpg)
এরপরেই বিজেপির তরফে প্রার্থী হিসেবে রেখা পাত্রর নাম আসতেই সেটা নিয়ে নতুন শোরগোল। পাল্ট আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি লেখেন, 'ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে কথা বললেন ! সন্দেশখালির মাটি থেকে উঠে আসা, শাজাহান ডাকাতদের হাতে স্বয়ং অত্যাচারিতা এই গরিব ঘরের মেয়েটি এবার ‘খেলা’ দেখাবে। মুলো পার্টি কিছু পেটোয়া মহিলাদের দিয়ে কাউন্টার করার চেষ্টা করেছিল। খেলা জমেনি।'
/anm-bengali/media/media_files/o5R9hntlG5pgzrRufBV2.jpg)
ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে কথা বললেন !
— Tathagata Roy (@tathagata2) March 27, 2024
সন্দেশখালির মাটি থেকে উঠে আসা, শাজাহান ডাকাতদের হাতে স্বয়ং অত্যাচারিতা এই গরিব ঘরের মেয়েটি এবার ‘খেলা’ দেখাবে।
মুলো পার্টি কিছু পেটোয়া মহিলাদের দিয়ে কাউন্টার করার চেষ্টা করেছিল। খেলা জমেনি।
/anm-bengali/media/post_attachments/3b1b54e32f24412835377c6134d406cd9ccb4f2d098831df52239267d356a4f4.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us