বাংলাদেশের নৃশংস হিন্দু নির্যাতন পৃথিবীর মানুষ জেনে যাওয়ায় জেহাদিরা সমস্যায়! খোঁচা বিজেপি নেতার

কী লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
tathagataaagh.jpg

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের নৃশংস হিন্দু নির্যাতন নিয়ে ফের সরব বিজেপি নেতা তথাগত রায়। তিনি লেখেন, বাংলাদেশের নৃশংস হিন্দু নির্যাতন এখন সারা পৃথিবীর মানুষ জেনে যাওয়ায় সেখানকার জেহাদিরা একটু সমস্যায় পড়েছে। তাই তারা এর প্রতিবাদে পরিত্রাহি চ্যাঁচাচ্ছে, এমনকি কিছু হিন্দুকে ধরে তাদের দিয়ে জোর করে ভারতবিরোধী স্লোগানও দেওয়াচ্ছে।
কিন্তু আদালতের আইনজীবীরা স্লোগান দিচ্ছে যে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়ালে তাকে মারধর করবে - এরকম ঘটনা কখনো শুনেছেন ?