/anm-bengali/media/media_files/Lz6qMAc9RlwcuKM1seua.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের বাংলাদেশ নিয়ে লিখলেন বিজেওপি নেতা তথাগত রায়।
এই নেতা X হ্যান্ডেলে লেখেন, বাংলাদেশ নিয়ে আমি এত বলি কেন? কারণ ওটা বিদেশ নয়, আমার চৌদ্দপুরুষের দেশ, যেখান থেকে আমি ও আরো সোয়া কোটি হিন্দু শুধু হিন্দু হবার অপরাধে বিতাড়িত হয়েছি। তার পরিবর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানেরা আমাদের জন্য জায়গা খালি করে দেয় নি, যেরকম করেছিল পূর্ব পাঞ্জাবের মুসলমানেরা।
ভৌগোলিকভাবেও বাংলাদেশ ভারতের বগলের নীচে একটি দেশ। আয়তনে অপেক্ষাকৃত ক্ষুদ্র, জনসংখ্যার ঘনত্বে বীভৎস-বিশাল। ভারতকে এই দেশের কথা ভেবে চলতে হবেই।
বাংলাদেশ নিয়ে আমি এত বলি কেন? কারণ ওটা বিদেশ নয়, আমার চৌদ্দপুরুষের দেশ, যেখান থেকে আমি ও আরো সোয়া কোটি হিন্দু শুধু হিন্দু হবার অপরাধে বিতাড়িত হয়েছি। তার পরিবর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানেরা আমাদের জন্য জায়গা খালি করে দেয় নি, যেরকম করেছিল পূর্ব পাঞ্জাবের মুসলমানেরা।…
— Tathagata Roy (@tathagata2) October 30, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us