/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: এবার অনুকূল ঠাকুরকে নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি লেখেন, অনুকূল ঠাকুরকে নিয়ে বচসা হচ্ছে দেখছি। আমার একটা বিনীত নিবেদন আছে। যাঁরা অনুকূল ঠাকুরের ভক্ত নন (যেমন আমি) তাঁরা ঠাকুরের বা তাঁদের ভক্তদের বিরূপ সমালোচনা থেকে বিরত থাকুন, এই আমার অনুরোধ। অন্যথায় এমনিতেই শতধা বিভক্ত হিন্দু সমাজকে আরো বিভাজন করা হবে। আমরা তো হিন্দু সমাজের একীকরণ চাই ! তার মধ্যে কেউ রামকৃষ্ণ মঠ-মিশনের, কেউ ভারত সেবাশ্রম সংঘের, কেউ গৌড়ীয় মঠের, কেউ ব্রাহ্মসমাজের, কেউ কট্টর নাস্তিক থাকুন না !
অনুকূল ঠাকুরকে নিয়ে বচসা হচ্ছে দেখছি। আমার একটা বিনীত নিবেদন আছে। যাঁরা অনুকূল ঠাকুরের ভক্ত নন (যেমন আমি) তাঁরা ঠাকুরের বা তাঁদের ভক্তদের বিরূপ সমালোচনা থেকে বিরত থাকুন, এই আমার অনুরোধ। অন্যথায় এমনিতেই শতধা বিভক্ত হিন্দু সমাজকে আরো বিভাজন করা হবে। আমরা তো হিন্দু সমাজের একীকরণ…
— Tathagata Roy (@tathagata2) October 19, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us