New Update
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল ফের শোরগোল ফেলে দেওয়া ট্যুইট করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/kW7Xzqab0D8VYPxcMLFC.jpg)
তিনি বলেছেন, "ধর্মীয় মেরুকরণ নিয়ে মাঝে মাঝেই হিন্দু বাঙালি উচ্ছ্বাসে মেতে ওঠে।বস্তুত, এ নিয়ে এত চেঁচামেচির কি আছে ? এরই ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, এক কোটির উপর বাঙালি হিন্দু পথের ভিখারি হয়েছে ! বাঙালি মুসলমান কিন্তু এরকম করে না, তাদের কাছে ধর্মীয় মেরুকরণ অত্যন্ত স্বাভাবিক ব্যাপার"।
‘ধর্মীয় মেরুকরণ’ নিয়ে মাঝে মাঝেই হিন্দু বাঙালি উচ্ছ্বাসে মেতে ওঠে।বস্তুত, এ নিয়ে এত চেঁচামেচির কি আছে ? এরই ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, এক কোটির উপর বাঙালি হিন্দু পথের ভিখারি হয়েছে ! বাঙালি মুসলমান কিন্তু এরকম করে না, তাদের কাছে ধর্মীয় মেরুকরণ অত্যন্ত স্বাভাবিক ব্যাপার।
— Tathagata Roy (@tathagata2) May 4, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us