/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিন্দু-মুসলিম সমস্যা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/hVfsiPSYAeRHDpI7Dg2c.jpg)
তথাগত রায় X হ্যান্ডেলে লেখেন, 'অনেকে অভিযোগ করেন, আমি নাকি হিন্দু-মুসলমান প্রশ্নেই সর্বদা মজে থাকি - দেশের আরো অনেক সমস্যা আছে, যেমন বেকারী, জনসংখ্যা, মূল্যবৃদ্ধি, চীনা আক্রমণ ইত্যাদি ইত্যাদি।
কান খুলে শুনে রাখুন। এসব সমস্যা তো আছেই। কিন্তু ভারতের সবচেয়ে, সবচেয়ে বড় সমস্যা হিন্দু-মুসলমান।এরই ফলে দেশ একবার ভাগ হয়েছে এবং কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। এই সমস্যা থাকত না যদি শ্যামাপ্রসাদ বা আম্বেডকরের পরামর্শ অনুযায়ী দেশভাগের সঙ্গে সঙ্গে লোক বিনিময় হয়ে যেত।
সে যাই হোক, ঘড়ির কাঁটা পিছনদিকে ঘোরানো যাবে না। আজকে এই সমস্যার একমাত্র সমাধান মুসলিম সম্প্রদায়ের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে, এবং প্রকাশ্যে - প্রকাশ্যে - বলতে হবে, আমাদের যেমনি নামাজ পড়ার অধিকার আছে হিন্দুদের তেমনি প্রতিমাপূজা করার অধিকার আছে।’জেহাদ’ ব্যাপারটাকে সম্পূর্ণ কবর দিতে হবে।
আর তা না হলে ? ওই সমস্যা থেকেই যাবে। কালক্রমে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, যেমন ১৯৪৭-এর পরে করেছিল।'
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
অনেকে অভিযোগ করেন, আমি নাকি হিন্দু-মুসলমান প্রশ্নেই সর্বদা মজে থাকি - দেশের আরো অনেক সমস্যা আছে, যেমন বেকারী, জনসংখ্যা, মূল্যবৃদ্ধি, চীনা আক্রমণ ইত্যাদি ইত্যাদি।
— Tathagata Roy (@tathagata2) May 23, 2024
কান খুলে শুনে রাখুন। এসব সমস্যা তো আছেই। কিন্তু ভারতের সবচেয়ে, সবচেয়ে বড় সমস্যা হিন্দু-মুসলমান।এরই ফলে দেশ একবার…
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us