নিজস্ব সংবাদদাতাঃ সোমবার সন্ধ্যায় আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর একাধিক সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। এসবের মধ্যে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে সোমবার রাতে তথাগত রায় এক টুইট বার্তায় বলেন, "শেষপর্যন্ত গ্রেফতার হল সন্দীপ ঘোষ। সঙ্গে চ্যাটাং চ্যাটাং কথা বলা আফসার আলী সমেত তার আরো দুই স্যাঙাত। এই ঘটনায় ইতিমধ্যে টিএমসিপি হঠাৎ জেগে উঠে অভীক দে আর মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নিচ্ছে। আর যুবরাজ ফতোয়া দিয়েছেন, চিকিৎসক বা নাগরিক সমাজের বিরুদ্ধে কোন কড়া কথা নয়। তাহলে কি পিসির ফোঁস করার নিদান খারিজ করে দিলেন ভাইপোশ্রী?"