New Update
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তথাগত রায় লেখেন, 'একটা শব্দবন্ধ চালু হয়েছে, 'সেটাই দেখার'। এবার কি কি 'দেখার' তার একটি ছোট্ট তালিকা দিচ্ছি। মাননীয়া তো এই রাজ্যকে ধারকর্জে ডুবিয়ে রেখেছেন ! লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি কতদিন চালাবেন? ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স এবার কাকে ধরবে ? ইন্ডি-জোটে থেকে তো কারুর কোনো অর্থাগম নেই ! কে কবে খসে খসে জোটবদল করবে ?'
একটা শব্দবন্ধ চালু হয়েছে, 'সেটাই দেখার'। এবার কি কি 'দেখার' তার একটি ছোট্ট তালিকা দিচ্ছি।
— Tathagata Roy (@tathagata2) June 10, 2024
মাননীয়া তো এই রাজ্যকে ধারকর্জে ডুবিয়ে রেখেছেন ! লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি কতদিন চালাবেন?
ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স এবার কাকে ধরবে ?
ইন্ডি-জোটে থেকে তো কারুর কোনো অর্থাগম নেই ! কে কবে খসে…