New Update
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
তথাগত রায় লেখেন, 'একটা শব্দবন্ধ চালু হয়েছে, 'সেটাই দেখার'। এবার কি কি 'দেখার' তার একটি ছোট্ট তালিকা দিচ্ছি। মাননীয়া তো এই রাজ্যকে ধারকর্জে ডুবিয়ে রেখেছেন ! লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি কতদিন চালাবেন? ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স এবার কাকে ধরবে ? ইন্ডি-জোটে থেকে তো কারুর কোনো অর্থাগম নেই ! কে কবে খসে খসে জোটবদল করবে ?'
একটা শব্দবন্ধ চালু হয়েছে, 'সেটাই দেখার'। এবার কি কি 'দেখার' তার একটি ছোট্ট তালিকা দিচ্ছি।
— Tathagata Roy (@tathagata2) June 10, 2024
মাননীয়া তো এই রাজ্যকে ধারকর্জে ডুবিয়ে রেখেছেন ! লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি কতদিন চালাবেন?
ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স এবার কাকে ধরবে ?
ইন্ডি-জোটে থেকে তো কারুর কোনো অর্থাগম নেই ! কে কবে খসে…
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us