'মমতা অপরাজেয়'! হঠাৎ এ কী বলে বসলেন হেভিওয়েট BJP নেতা?

হেভিওয়েট বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন অপরাজেয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
d

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

tathagata roy mamata banerjee

X হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, 'আমরা তো জানতাম মমতা অপরাজেয়, কারণ তিনি নিরন্তর, নির্লজ্জ তোষণ করে রাজ্যের ত্রিশ শতাংশ মুসলমান ভোট কোঁচড়ে ভরে ফেলেছেন! তাহলে এই হিন্দু সাধু মহারাজদের গালাগালি ও নির্যাতন কেন ? আসন টলমল করছে ? নাকি বিনাশকালে বিপরীত বুদ্ধি?'

mamatacmfk1.jpg

Add 1