'হিন্দুদের ডাক দিয়েছে মুসলমান হবার জন্য, আর মুসলমানদের ডাক দিয়েছে হিন্দুদের রাজি করাবার জন্য'! ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমকে নিশানা

ফিরহাদ হাকিমকে বিশেষ কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
1632572791_firhad

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা তথাগত রায় ফিরহাদ হাকিমকে করলেন আক্রমণ। ধর্ম নিয়ে বিশেষ বার্তা। 

tathagata roy

'কলকাতার মেয়র, বিহারের গয়া জেলার মুসলমান ফিরাদ হাকিম হিন্দুদের ডাক দিয়েছে মুসলমান হবার জন্য, আর মুসলমানদের ডাক দিয়েছে হিন্দুদের রাজি করাবার জন্য। এর চেয়ে বেশি খোলাখুলি নির্লজ্জ সাম্প্রদায়িক ঘোষণা আমি ইদানীংকালে শুনি নি। এর আগের কলকাতার মুসলমান মেয়র এস এন উসমান (১৯৪৬) মুসলমানদের ডাক দিয়েছিল হিন্দুহত্যা করার জন্য। আমি আশা করছি বিজেপি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যদি এখনো বাঁচাতে হয় তাহলে এই সময়। এরকম একটা ইস্যু পেলে মমতা কি করত তা আর বলার অপেক্ষা রাখে না।'