New Update
/anm-bengali/media/media_files/2025/08/16/1000188684-2025-08-16-14-09-31-2025-08-16-20-42-26.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতের অটোমোবাইল দুনিয়ায় আবার ইতিহাস লিখল Tata Motors। আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সংস্থার SUV Harrier.ev (হ্যারিয়ার ইলেকট্রিক ভেহিকেলস)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/img-20250816-wa0012-2025-08-16-14-14-38-2025-08-16-20-40-12.webp)
ইতিমধ্যেই এই গাড়িটি নিয়ে গ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে প্রথম ঝলক দেখানোর পর থেকেই Harrier.evপ্রচুর বুকিং পেতে শুরু করে। ২০২৫ সালের জুলাই মাস থেকে ডেলিভারি শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন ডিলারশিপে ইতিমধ্যেই গাড়ি পৌঁছতে শুরু করেছে। আর তারই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ কলকাতায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/img-20250816-wa0010-2025-08-16-14-10-11-2025-08-16-20-40-31.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us