বৈদ্যুতিক গাড়ির বাজারে টাটার নতুন দৌড়, কলকাতায় লঞ্চ হয়ে গেল Harrier.ev

গাড়িটি নিয়ে গ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1000188684-2025-08-16-14-09-31

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের অটোমোবাইল দুনিয়ায় আবার ইতিহাস লিখল Tata Motorsআজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সংস্থার SUV Harrier.ev (হ্যারিয়ার ইলেকট্রিক ভেহিকেলস)। 

img-20250816-wa0012-2025-08-16-14-14-38

ইতিমধ্যেই এই গাড়িটি নিয়ে গ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে প্রথম ঝলক দেখানোর পর থেকেই Harrier.evপ্রচুর বুকিং পেতে শুরু করে। ২০২৫ সালের জুলাই মাস থেকে ডেলিভারি শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন ডিলারশিপে ইতিমধ্যেই গাড়ি পৌঁছতে শুরু করেছে। আর তারই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ কলকাতায়। 

img-20250816-wa0010-2025-08-16-14-10-11