কলকাতার কোলে মার্কেটে টাস্ক ফোর্স

কেন এই অভিযান?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-02 at 6.23.46 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার কোলে মার্কেটে বিশেষ অভিযান টাস্ক ফোর্সের। বেগুন, ভেন্ডি, উচ্ছেসহ বেশ কয়েকটি সবজির দাম বেশি থাকলেও আমদানি হলে দাম কমবে বলে আশাবাদী সদস্যরা। অতিবৃষ্টির কারণে প্রচুর সবজি নষ্ট হয়েছে তবে বাংলার তৈরি ফসল বাইরের রপ্তানি হচ্ছে না, স্পষ্ট জানালেন টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।

Screenshot 2025-09-02 181735