New Update
/anm-bengali/media/media_files/deGF42jfmJU6jOLw0b4f.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : একদিকে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, অন্যদিকে, দুর্নীতি মামলায় রাজ্যে বাড়ছে গ্রেফতারির সংখ্যা। যা এখন বিরোধী বিজেপির ধারালো অস্ত্র। রেশন বন্টন দুর্নীতির দায়ে বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। আর এক্স হ্যান্ডেলে তৃণমূলকে শুভ নন্দন জানিয়ে খোঁচা দিয়ে পোস্ট বিজেপি নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লেখেন, ''তৃণমূলকে শুভ নন্দন।চাল চোর জেলে।জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার।যারা গরিবের খাবার চুরি করে তাদের বাইরে থাকার অধিকার নেই।''
তৃণমূলকে শুভ নন্দন।।
— Tarunjyoti Tewari (@tjt4002) October 27, 2023
চাল চোর জেলে।।
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার।।
যারা গরিবের খাবার চুরি করে তাদের বাইরে থাকার অধিকার নেই
/anm-bengali/media/post_attachments/vsWOIOQMA1H1scZo6T9F.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us