/anm-bengali/media/media_files/deGF42jfmJU6jOLw0b4f.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা দিলীপ ঘোষ গিয়েছিলেন জগন্নাথ দর্শনে, আর তাতেই মুখ ভার দলের। সস্ত্রীক দিলীপ ঘোষ মন্দিরে পা দিতেই দলের অন্দরে উঠল হইহই রব। কেউ প্রকাশ্যে প্রতিবাদ করলেন তো কেউ বললেন পরোক্ষ ভাবে। এমন ভাবেই এদিন প্রতিবাদ করলেন বিজেপি দলের অন্যতম সৈনিক তরুণজ্যোতি তিওয়ারি।
এদিন বিজেপি নেতা এখ হ্যান্ডেলে লেখেন, “ছোটবেলা থেকে শিখেছি যে স্পষ্ট কথায় কষ্ট নেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের একাধিক কর্মকান্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না”।
“তিনি দিঘার জগন্নাথ কালচারাল সেন্টার দর্শন করতে যেতেই পারতেন। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা করতে গেলে কোন মন্তব্য ছিল না। মুর্শিদাবাদে হিন্দু হত্যার নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসিখুশি কথা বলাটাকে ভালো ভাবে নিতে পারলাম না। সরকার আমার আপনার করের টাকা খরচা করে কালচারাল সেন্টার বানিয়েছে। সেটা দেখতে যাওয়ার মধ্যে আপত্তির কিছু ছিল না। যার পাশে বসে গল্প করছেন সেটা নিয়ে আপত্তি আছে দিলীপ দা”।
“আপনার অনেক মন্তব্যের পরেও আপনাকে আমার মত সাধারণ কার্যকর্তারা সমর্থন করেছেন। সেই সমর্থন মনে হয় হারালেন। আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার মত সাধারণ কর্মীদের মাথা ব্যাথা কোনদিন ছিল না। দলের জন্য আপনি অনেক কিছু করেছেন ঠিক তেমনি দলও আপনাকে অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তার পাশে দাঁড়ান তাহলেও আর অবাক হব না আজকের পর। এত কথা লেখার জন্য ক্ষমাপ্রার্থী”।
/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
“কথাগুলো দলের একজন সাধারণ সমর্থক হিসাবেই বললাম। মমতার হাতে আমাদের কর্মীদের রক্ত লেগে আছে। মমতার জন্য মুর্শিদাবাদের হিন্দুরা ঘর ছাড়া এবং মমতার হাতে হিন্দু হত্যার রক্ত লেগে আছে। যে এই রকম এক মহিলার পাশে বসে হাসি করে কথা বলে সে আমার নেতা নয়”।
“দয়া করে প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে আনবেন না। প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং তার সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হতেই পারে। আজকের পর থেকে আমি অন্তত আপনাকে আর আমার নেতা মানতে পারবো না”।
এদিন এই ভাবেই ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতা।
ছোটবেলা থেকে শিখেছি যে স্পষ্ট কথায় কষ্ট নেই।
— Tarunjyoti Tewari (@tjt4002) April 30, 2025
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের একাধিক কর্মকান্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না।
তিনি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দর্শন করতে যেতেই পারতেন। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা করতে গেলে কোন… pic.twitter.com/xhUjEJyOZQ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us