'উন্নয়নের ঝাড়বাতিগুলো তিনি বরাবর কলকাতাতেই লাগান! মমতাকে খোঁচা

New Update
1651563152_mamata-eid

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মমতা সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

Tarunjyoti Tewari on X: "@advocatearpa I will reply you suitably tomorrow"  / X

উন্নয়ন নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। X হ্যান্ডেলে তিনি লেখেন, "উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস।। Land Port : দুই দিনাজপুর এবং মালদায় একাধিক Land Port তৈরি করার প্রস্তাব আছে কিন্তু  আটকে আছে তৃণমূল কংগ্রেসের জন্য।। কাজ সম্পূর্ণ হলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে প্রচুর কর্মসংস্থান হবে এবং মানুষের জীবন জীবিকার উন্নতি হবে।। Balurghat-Tura Highway: কেন্দ্র সরকার এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়ের এক স্বপ্নের প্রকল্প হল এটা।। এটা হয়ে গেলে বালুরঘাট থেকে মেঘালয়ের দূরত্ব মাত্র তিন ঘন্টার হবে। north east এর সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে এই রাস্তাটা এবং এর ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে। এখানেও ঝামেলা করছে তৃণমূল কংগ্রেস।। Rail lines and new trains: বালুরঘাট থেকে ইতিমধ্যে একাধিক ট্রেন চালু করেছেন বালুরঘাটের সাংসদ এবং বালুরঘাট লোকসভার এবারের প্রার্থী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়।। যে বালুরঘাট কে পশ্চিমবঙ্গ সরকার ভুলে গেছিল সেই বালুরঘাট কে যুক্ত করেছেন হাওড়া শিয়ালদা দিল্লি এবং ব্যাঙ্গালোরের সাথে।। বালুরঘাট থেকে একাধিক ট্রেন ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ব্যাঙ্গালোরের ট্রেন খুব তাড়াতাড়ি চালু হবে।। Health: AIIMS:

রায়গঞ্জে Aiims না হওয়ার পিছনে সবথেকে বড় কান্ডারী হলো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।। উন্নয়নের ঝাড়বাতিগুলো তিনি বরাবর কলকাতাতেই লাগান।। এমনিতেই উত্তরবঙ্গকে তিনি ভুলে যান তারপর আবার দুই দিনাজপুর।। একটু কর্ড লাইনে তাই হয়তো পশ্চিমবঙ্গ সরকারের মনে থাকে না।।"

fgjm

 

Add 1