/anm-bengali/media/media_files/bUZ0pKmhGmhIlenRU641.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই নিয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/Chatro-Somaj.jpg)
এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, 'আজকে কলকাতা পুলিশ যতটা দেখাচ্ছে তার যদি 1% RG Kar এ দেখাতো তাহলে হয়তো ওই হাসপাতালে মর্মান্তিক ঘটনাটা ঘটতো না এবং ঘটনা ঘটার পর তথ্য প্রমাণ লোপাটের কাজ করতে হতো না পুলিশকে।'
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/tarunjyoti-rgkar.jpg.webp)
তুলে ধরলেন সেই বিখ্যাত স্লোগান, 'পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে তোমার মেয়ের সুরক্ষার দাবিও থাকছে'।
/anm-bengali/media/media_files/Cs5t1AhpSopLDFPia1QL.jpg)
আজকে কলকাতা পুলিশ যতটা দেখাচ্ছে তার যদি 1% RG Kar এ দেখাতো তাহলে হয়তো ওই হাসপাতালে মর্মান্তিক ঘটনাটা ঘটতো না এবং ঘটনা ঘটার পর তথ্য প্রমাণ লোপাটের কাজ করতে হতো না পুলিশকে।
— Tarunjyoti Tewari (@tjt4002) August 27, 2024
পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়।
ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে তোমার মেয়ের সুরক্ষার দাবিও…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us