'যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে ১৮ বছরের নিচের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে'! ভাইরাল তারাসুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকার প্রতিবাদের পাঠ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

author-image
Anusmita Bhattacharya
New Update
2240434a6cf82cb60cddf6b63bafd6bcdf6b569f4fae8ca64aa26c81fb1958c2

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ড নিয়ে যখন প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা তখন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন জয় করলেন নেটিজেনদের। সরকারি কর্মচারী হয়েও যেভাবে তিনি নির্ভয়ে তাঁর ছাত্রীদের অন্যায়ের না সহ্য করার শিক্ষা দিলেন তাতে মুগ্ধ সবাই। 

R G Kar Incident

তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, 'যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে ১৮ বছরের নিচের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে। যদি একটা ১২ বছরের মেয়ের ধর্ষণ আটকাতে না পারি তাহলে একটা ১২ বছরের মেয়ের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনও ঠকাবে না। অন্য কোনও মেয়ের প্রতি অন্যায় হয় তাঁর পাশে দাঁড়াবে।'

299376505_586965099655937_6945925684466463360_n

দেখুন সেই ভিডিও।