New Update
/anm-bengali/media/media_files/gvGx1ZgTjmFgDvWd17pp.webp)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ড নিয়ে যখন প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা তখন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন জয় করলেন নেটিজেনদের। সরকারি কর্মচারী হয়েও যেভাবে তিনি নির্ভয়ে তাঁর ছাত্রীদের অন্যায়ের না সহ্য করার শিক্ষা দিলেন তাতে মুগ্ধ সবাই।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, 'যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে ১৮ বছরের নিচের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে। যদি একটা ১২ বছরের মেয়ের ধর্ষণ আটকাতে না পারি তাহলে একটা ১২ বছরের মেয়ের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনও ঠকাবে না। অন্য কোনও মেয়ের প্রতি অন্যায় হয় তাঁর পাশে দাঁড়াবে।'
/anm-bengali/media/media_files/BfB38ShPCf2kKjK5ZUNN.jpg)
দেখুন সেই ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us