New Update
/anm-bengali/media/media_files/OBiGKqF4Lw8raDvmBz3X.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাতভর ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে কলকাতা শহরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। উত্তর থেকে দক্ষিণ, চিত্রটা সব জায়গায় এক। ঢাকুরিয়া সহ একাধিক এলাকাতেই দেখা যাচ্ছে জল জমার ছবি। প্রকাশ্যে উঠে এসেছে। এদিকে জল নামানোর ক্ষেত্রে পুরসভা কী করছে? সেই প্রসঙ্গে এএনএম নিউজে মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য তারক সিং (Tarak Singh)। তিনি জানিয়েছেন, ‘লেক গার্ডেন্সে কিছুটা জল জমেছিল, কিন্তু এখন সেটাও নেমে গিয়েছে। লক গেট বন্ধ থাকায় কিছুটা জল জমেছিল, কিন্তু লক গেট খুলে দিতেই জল বেরিয়ে যাচ্ছে। আবার ২টোর সময় লক গেট বন্ধ হবে। বৃষ্টি হলেও জল নামিয়ে দেওয়া হবে। প্রশাসন তৎপর রয়েছে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us