New Update
/anm-bengali/media/media_files/NrSrBLx4yTFhcTxIDqAT.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপিতে যোগদানের আগে নতুন জটিলতা। ইস্তফাপত্রে ত্রুটি পেয়ে তাপসের ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তাপসবাবু জানিয়েছেন যে বুধবার সন্ধ্যাতেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। সোমবার বিধায়ক পদে ইস্তফা দেন তাপস রায়। বিধানসভায় গিয়ে স্পিকারের সামনে সই করে ইস্তফাপত্র জমা দেন তিনি। বুধবার দুপুর ৩টেয় বিধানসভায় যান তাপস রায়। এর পর স্পিকার জানান, ‘তাপস রায় আমাকে যে ইস্তফা দিয়েছিলেন তাতে ত্রুটি রয়েছে। উনি রীতি মেনে ইস্তফাপত্র লেখেননি। তাই সেই ইস্তফাপত্র গ্রহণ করিনি। ওনাকে বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে ইস্তফা দিতে বলেছি। উনি ইস্তফা দিলে আমি বিবেচনা করব।’
/anm-bengali/media/post_attachments/06852cf65d54b81132aa89886074ac510bcb11d744238d186fc708daba41044e.webp)
/anm-bengali/media/post_attachments/6e541b03aa4ba5fbd0396e3c113f1f16fe677921bba4b24d6dcc26f6ba6ad7e7.jpeg)
/anm-bengali/media/post_attachments/da84ff1e5726a3cb0c449f2215aa9c7bf6550d798ee3d7ed4582191b06332e16.jpeg)
/anm-bengali/media/post_attachments/c4f3d50090e665c9dde1dc5162aa0df2f60801a3245da594922109645e8f7a3e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us