শাহের পুজোর উদ্বোধন নিয়ে কথা! শিক্ষার মান বোঝালেন তথাগত

শাহকে আক্রমণ! পোস্টের বানান ভুল। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই তুলোধনা তথাগত রায়ের।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দির। আর সেখানেই রয়েছেন মা দুর্গা। সোমবারই সেই পুজোর উদ্বোধন করে গিয়েছে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় পা রাখার আগে একটি পোস্ট করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। আর তার পাল্টা সুদীপ্ত চক্রবর্তী নামে এক ব্যক্তি খোঁচা দেন বিজেপিকে। লেখেন, ''শনি পূজো থেকে শৌচালয়, সব উদ্বোধন হয় আপনাদের হাতে, তবে যদি কোনো বিদ্যালয় হত! যদিও বা হয় সেখানে আপনাদের মত শিক্ষিত লোক দিয়ে হয় না। হয় কয়েকটা মর্খো দিয়ে।''

প্রসঙ্গত, সুদীপ্ত চক্রবর্তীর পোস্টে অনেক ভুল বানান লেখা হয়েছে। এবার শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে পাল্টা দিলেন তথাগত রায়। তার প্রশ্ন, ''প্রথমত, হরফগুলো বাংলা, কিন্তু এটা কি ভাষা ? দ্বিতীয়ত যেখানে শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে প্রায় গোটা শিক্ষা দপ্তরটাই জেল-হাজতে, সেখানে কোনো মুলো শিক্ষা বা বিদ্যালয় নিয়ে কিছু বলছে, এটা রাতের ঘুম কেড়ে নেবার মত ব্যাপার!'' 

 

 

hiring.jpg