/anm-bengali/media/media_files/IQOkkpqTVE4R2onPMG1M.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : উচ্চশিক্ষা লাভের আশায় নদীয়া থেকে কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্বপ্নদীপ কুণ্ডু। পড়াশোনা তো দূর, হোস্টেলে থাকতে শুরু করার কয়েকদিনের মধ্যেই চলে গেল প্রাণটা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, আলোচনায় স্বপ্নদীপের রহস্য মৃত্যু। ব়্যাগিংয়ের অভিযোগ নেপথ্যে। সিনিয়রদের দাদাগিরি, প্রাক্তনীদের আচরণ-সবেরই পর্দাফাঁস হচ্ছে এই ঘটনার পর থেকে। এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে আগেই মেদিনীপুরের বাসিন্দা প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তারপর সেই সূত্র ধরে গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষকে। তাদের আলিপুর আদালতে তোলা হলে খারিজ হয়ে যায় জামিনের আবেদন। আগামী ২২ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
#WATCH | Kolkata, West Bengal: Two accused- Deepsekhar Dutta and Manotosh Ghosh produced before Alipore Court in connection with Jadavpur University student death case. pic.twitter.com/qlb1a2al0A
— ANI (@ANI) August 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us