New Update
/anm-bengali/media/media_files/xXOnURFlwbWGKHuTNKxo.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধর্না কর্মসূচী চলছে আজও। অভিষেক বলেই দিয়েছেন রাজ্যপাল না আসা পর্যন্ত এই ধর্না কর্মসূচী চলবে। ‘আমি এখানেই বসে থাকব’। স্বাভাবিক ভাবেই অভিষেকের এই কর্মসূচীকে মেনে নিতে পারছেন না বিরোধী দলনেতা।
তাই এবার প্রশাসনের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “রাজভবনের ১৫০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকে, পুলিশের সঙ্গে যোগসাজশে সেখানে নিজেদের মিছিল নিয়ে ঢুকে শুধু ১৪৪ ধারা লঙ্ঘনই করেননি, সেখানে ক্যাম্পও করেছে। রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তা সস্তার রাজনৈতিক নাটকের জন্য বিপন্ন হচ্ছে। আর এতে পুলিশ সহযোগিতা করছে”।
/anm-bengali/media/media_files/LOIa0ejI9Vd2l7CP2Etb.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us