New Update
/anm-bengali/media/media_files/Ig4DF8B97S9BtR2E4elt.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার হুঙ্কার দিয়ে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, "এই অধিবেশন করতে গেলে রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে হবে। রাজ্যপাল বেআইনি কাজের অনুমোদন দেবেন না। জোর করে বিধানসভা করতে পারেন না।" এরপর মমতার বিরুদ্ধে আরও তোপ দেগে বিরোধী দলনেতা স্পষ্ট বলেন, "সোমবার অধিবেশন ডাকার আপনি কে? ছাত্র সমাজকে বলব ওই দিন বিধানসভার অধিবেশন করুন। আমরা ভিতরে বিধায়করা বুঝে নেব। আর রাস্তায় ছাত্র সমাজের লোকজন আপনারা বুঝে নেবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us