New Update
/anm-bengali/media/media_files/r8keggdYFAQxZzcOJSwS.jpg)
শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা : মহা মিছিলের পাশাপাশি হাজরা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগ্রামী যৌথ মঞ্চ। আর সেই প্রতিবাদ সভার মঞ্চে মিলে গেল বাম-বিজেপি-কংগ্রেস। মঞ্চে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুর্ঘটনা ঘটলেই তাকে খবর দিতে বললেন সবার আগে। তার কথায়, “আমি তো গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বলব যেখানেই দুর্ঘটনা হবে, যেখানেই খুন হবে আমাকে খবর দেবেন। আমি দেহটা নিয়ে এই কালীঘাটের গলিতে ঢুকব।”এদিন ডিএ আন্দোলনকারীদের শুভেচ্ছা বার্তা জানান শুভেন্দু। বলেন, ''আপনাদের লড়াইতে জিততে হবে। এই লড়াই আপনারা জিতবেন।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us