''পকেটমার সরকার হইতে সাবধান''! নতুন শব্দে বিঁধলেন শুভেন্দু

আরো দামী বিদ্যুৎ! তার ওপর ঘন ঘন লোডশেডিং। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চরম তুলোধনা শুভেন্দু অধিকারীর।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : জেলায় জেলায় বিস্তীরণ এলকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। তার ওপর বাড়ছে বিদ্যুতের বিল। এ নিয়ে উত্তাল গোটা রাজ্য। এবার প্রতিবাদ আন্দোলনের পথে হাঁটতে শুরু করল বিদ্যুৎ গ্রাহক সমিতি। তাদের প্রতিবাদকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পকেটমার সরকার আখ্যায়িত করে চরম তুলোধনা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''বিদ্যুৎ গ্রাহক সমিতির প্রতিবাদ আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রইলো। ওনাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত, এবং এই বিষয়ে আগেও আমি বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্চার হয়েছি।পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারের অতি চালাকি ধরা পড়ে গেছে। চুপি চুপি বিভিন্ন খাতে দর বৃদ্ধি করে বিদ্যুতের বিল ব্যাপক ভাবে বাড়িয়ে দিচ্ছে এই সরকার। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এর একটা হেস্তনেস্ত না করলেই নয়। এই ভাবে লুকিয়ে চুরিয়ে দাম বৃদ্ধি, পকেটমারির সমান। পকেটমার সরকার আর নেই দরকার।''