রাম মন্দিরের উদ্বোধনের আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল

রাম নামে মুখরিত সকলে। সকলের মুখে মুখে এখন যেন রাম সীতার গান।

author-image
SWETA MITRA
New Update
suvendu edit.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধনের আগে কলকাতায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হল। দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করবে বিজেপি। গণেশ টকিজ-চিত্তরঞ্জন অ্যাভিউনিয়র রাম মন্দির মিছিল হবে। বিজেপির এই মিছিলের মূল ভাবনা অকালবোধন।