New Update
/anm-bengali/media/media_files/kfYFcsK1y1vgX7ZuvVN8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধনের আগে কলকাতায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হল। দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করবে বিজেপি। গণেশ টকিজ-চিত্তরঞ্জন অ্যাভিউনিয়র রাম মন্দির মিছিল হবে। বিজেপির এই মিছিলের মূল ভাবনা অকালবোধন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us