/anm-bengali/media/media_files/Ig4DF8B97S9BtR2E4elt.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বুধবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা
#WATCH | Kolkata | BJP MLAs today held a protest outside the West Bengal Legislative Assembly over the issue of women's safety in the state
— ANI (@ANI) July 24, 2024
Suvendu Adhikari, LOP, West Bengal Legislative Assembly & BJP Leader says, "Women are not safe in West Bengal. Women MLAs of BJP raised… pic.twitter.com/UMmmtzcdnJ
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন। বিজেপির মহিলা বিধায়করা আজ বিধানসভায় এই প্রশ্ন উত্থাপন করেন এবং তারা আজ এই ইস্যুতে বিক্ষোভ দেখান।"
শুভেন্দু অধিকারী আরও বলেন, "তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। এর আগে তিনি সংসদের ভেতরেও একই কাজ করার চেষ্টা করেছিলেন। আজ সে আমাকে মিডিয়ার সামনে দাঁড় করানোর চেষ্টা করেছে। যদি একই ঘটনা আবার ঘটে, তাহলে তার দায় স্পিকারের ওপর বর্তাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us