পাঁচ শতক পরে নিজের স্বস্থানে ফিরছেন ভগবান রামঃ শুভেন্দু

২২ জানুয়ারি অযোধ্যা শহরে রাম মন্দিরে ভগবান রামের মূর্তি অর্পণ করা হবে। রাম মন্দিরের উদ্বোধন সারা বিশ্বের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

author-image
SWETA MITRA
New Update
RAM TEMPLSS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে উত্তেজনায় টগবগ করে ফুটছেন সকলে। এদিকে এই নিয়ে এবার ফের একবার বড় মন্তব্য করলেন বঙ্গ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘অবশেষেআজঅন্তহীনআনন্দঘনমূহুর্তেরসম্মুখীন হবোআমরা।সত্য, সাহস, কর্তব্য, প্রেম, বীরত্ব, ভক্তি, মূল্যবোধন্যায়েরপ্রতীকমর্যাদাপুরুষোত্তমশ্রীরামচন্দ্রপাঁচশতকপরেনিজেরস্বস্থানেফিরছেন, নিজেরজন্মভিটেয়নির্মিতভব্যমন্দিরেপ্রতিষ্ঠিতহচ্ছেন।শঙ্খ, মঙ্গলদ্বীপ, যজ্ঞআররামভজনেগোটাবিশ্বআজমুখরিতহবে। অযোধ্যাধামেশ্রীরামজন্মভূমিতেনতুনভব্যমন্দিরেরামলালা'প্রাণপ্রতিষ্ঠাহবেআজ।‘