New Update
/anm-bengali/media/media_files/K64aPIf57p0NrBoR04mO.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলায় পঞ্চায়েত ভোটকে ঘিরে মনোনয়ন পর্ব থেকেই ছড়িয়েছে হিংসা, সন্ত্রাস, ঝরেছে রক্ত, হয়েছে দেদার খুন। এবার এর বিরুদ্ধে আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে অংশ নিল বঙ্গ বিজেপি। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী রয়েছেন মিছিলের মুখ্য নেতৃত্বে।
মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করছেন একের পর এক নেতা। শুভেন্দু অধিকারী স্লোগান তুললেন, 'ভোট চুরি করেছে মমতা, জেনে গেছে জনতা'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us