নিজস্ব সংবাদদাতা: আজ সন্দেশখালি নিয়ে বিধানসভায় তুমুল হট্টগোল। রীতিমতো রেগে গেলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। সন্দেশখালি সঙ্গে আছি লেখা টি-শার্ট পরে বিধানসভায় বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজয়ী বিধায়করা। সকলকেই টি-শার্ট খুলে আসতে অনুরোধ করেন অধ্যক্ষ। তখনই বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। 'আপনি জানেন এটা স্লোগান স্লোগান লিখে বিধানসভায় আসা যায় না', বলেন অধ্যক্ষ। 'অন্যায় কোনো কথা তো লিখিনি', পাল্টা সওয়াল বিরোধী দলনেতার। তারপরেই সাসপেন্ড করে দেওয়া হল শুভেন্দু অধিকারীসহ অন্যান্য বিধায়কদের। 'সন্দেশখালির প্রতিবাদ করায় সাসপেন্ড হয়ে গর্বিত', প্রতিক্রিয়া শুভেন্দুর।