শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার, SIT গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

এই নির্দেশের বিরুদ্ধে সরব ছিল রাজ্য সরকার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
suvendulie

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ অবশেষে প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ফলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আগে আর আদালতের অনুমতি লাগবে না। আদালতের এই সিদ্ধান্তে শুভেন্দুর অস্বস্তি বাড়বে বলেই রাজনৈতিক মহলের অভিমত।

২০২১ সালে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুকে এই বিশেষ ‘রক্ষাকবচ’ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, শুভেন্দুর বিরুদ্ধে কোনও মামলার এফআইআর দায়ের করতে হলে অভিযোগকারীদের আগে আদালতের অনুমতি নিতে হত। যুক্তি ছিল — বিরোধী দলনেতা হিসেবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, তাই এই সুরক্ষা দেওয়া হয়েছিল।

তবে শুরু থেকেই এই নির্দেশের বিরুদ্ধে সরব ছিল রাজ্য সরকার। তারা হাইকোর্টে পাল্টা আবেদন করে এই আদেশ খারিজের দাবি জানিয়েছিল। যদিও পরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেখান থেকে শুভেন্দু পান ‘গ্রিন সিগন্যাল’। ফলে এতদিন বহাল ছিল রক্ষাকবচ।

calcutta high court

এদিন বিচারপতি জয় সেনগুপ্ত শুধু রক্ষাকবচ প্রত্যাহারই করেননি, শুভেন্দুর বিরুদ্ধে চলা ২০টি মামলার মধ্যে ১৫টি মামলা খারিজের নির্দেশও দিয়েছেন। তবে বাকি ৪টি মামলা, যার মধ্যে মানিকতলা কেসও রয়েছে, তা নিয়ে আদালত সিবিআই এবং রাজ্যের যুগ্ম SIT (Special Investigation Team) গঠনের নির্দেশ দিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হাইকোর্টের এই নির্দেশ শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। এখন থেকে তাঁর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের বা তদন্ত শুরু করতে আর আদালতের অনুমতি লাগবে না।

তৃণমূল শিবিরের তরফে ইতিমধ্যেই প্রতিক্রিয়া এসেছে। দলের এক শীর্ষ নেতা বলেন, “আইনের দৃষ্টিতে সবাই সমান। এতদিন শুভেন্দুর জন্য অন্য নিয়ম চলছিল, এবার ন্যায়বিচার ফিরে এল”।

অন্যদিকে বিজেপি সূত্রে জানানো হয়েছে, আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা আইনি পথে লড়াই চালিয়ে যাবে।