BREAKING: 'মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে', শেষমেশ বলেই ফেললেন শুভেন্দু!

শুভেন্দুর বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata suvendu.jpg

নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনা নিয়ে শ্যামবাজারে ধরনায় বিজেপি। 

bjp-reut-1191943-1676563635

সেখান থেকে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

d

শুভেন্দু বলেন, 'আর জি কর মেডিকেলের ঘটনা কলঙ্ক। নির্যাতিতার পরিবারকে কার্যত বন্দি রাখা হয়েছিল। ঘটনার রাতের রোস্টার নষ্ট করা হয়েছে। মিডিয়ায় বলতে বাধ্য করা হয়েছে মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে। কী লুকাতে চান মাননীয়া?'

mamata arrest