নারদ মামলায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতার নয় কেন?‌ এবার আলোড়ন

নারদ মামলায় শুভেন্দু অধিকারীকে নিয়ে নতুন আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
suvendu sad

নিজস্ব সংবাদদাতা: বাংলায় বিজেপির ভাগ্যে মাত্র ১২টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে ২৯টি আসন। গোটা দেশে সংখ্যাগরিষ্ঠতা জুটল না বিজেপির। শরিকদের নিয়ে এখন এনডিএ সরকার গড়ে উঠেছে। রবিবার রাতেই অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ। আর এবার নারদ মামলার শুনানিতে আলোড়ন। নারদ মামলায় কেন গ্রেফতার করা হল না মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে? প্রশ্ন তুললেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার আইনজীবী শ্যামল ঘোষ। 

এই ব্যক্তি নারদ স্টিং অপারেশনের সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। সাসপেন্ড হন তিনি। এখনও সেটাই চলছে। পুলিশকর্তা এসএমএইচ মির্জা জানতে চান, নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী পদক্ষেপ নিয়েছে? আদালতের দ্বারস্থ হন তিনি। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র জানান যে এই তদন্ত কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে জানার পরেই বলা সম্ভব। কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন।

Add 1