নিজস্ব সংবাদদাতা: আজ হুগলি জেলার আরামবাগে বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিলেন। এই নিয়ে X হ্যান্ডেলে দিনের শেষে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন যে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল তৃণমূল পশ্চিমবঙ্গের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শুভেন্দু আরো লেখেন, 'একদিকে দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের মাপকাঠিতে বিশাল অগ্রগতি অর্জন করছে এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করছে, অন্যদিকে দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সন্দেশখালিতে তৃণমূলের ছিনতাইকারীদের অপকর্ম সমগ্র দেশকে বিব্রত করেছে। গোটা রাজ্যসহ আরামবাগের ভোটাররা তৃণমূলকে এমন একটি পাঠ শেখাবে যা তারা দীর্ঘকাল ভুলতে পারবে না'।