নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল বচসা শুভেন্দু অধিকারীর

মুদিয়ালির পাবলিক সার্ভিস কমিশনের অফিসে আজ শুক্রবার আচমকাই হানা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও এদিন এক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়।

author-image
SWETA MITRA
New Update
suvendu psc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার মুদিয়ালিরপিএসসিভবনেহঠাতইহাজির হলেন বিরোধী দলনেতাশুভেন্দুঅধিকারী (Suvendu Adhikari)। এদিকেপিএসসি ভবনের গেট বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। এমনকি গেট খোলা নিয়েনিরাপত্তারক্ষীদেরসঙ্গেবচসায় জড়িয়ে পড়েন তিনি।এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, গেটকেনবন্ধ? গেটখুলুন।‘