অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
25 May 2023
অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর!

নিজস্ব সংবাদদাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, জাতীয় সড়কে কেন মিছিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে এই মামলা হয়েছে। সম্প্রতি ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে রাজ্যের একাধিক জেলায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মিছিল ও সভা করছেন তিনি। এসবের মধ্যে এই জনস্বার্থ মামলা দায়ের হল বৃহস্পতিবার। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। সেই কারণে এই মামলা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেন অভিষেক বন্দ্যোাপাধ্যায়।