কেন মমতার অনুপস্থিতিতেই নবান্নে ঢুকলেন শুভেন্দু? তথ্য দিলেন নিজেই

কেন অনুমতি না নিয়েই নবান্নে ঢুকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তাঁর এই হঠাৎ আগমনে প্রথমে হাওয়া গরম হয়ে যায়। পরে কার্যসিদ্ধি করে এসে বউরে বেরিয়ে তথ্য দিলেন নিজেই।

New Update
suvendu edit.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নবান্নে আজ নেই মুখ্যমন্ত্রী কারণ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বঞ্চনা ইস্যুতে কথা বলতে দিল্লি গিয়েছেন। সেই ফাঁকেই নবান্নে কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান নিয়ে প্রবেশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে সেই সম্পর্কে কথা বললেন শুভেন্দু নিজেই। বলেন যে জানিয়ে তিনি আসেননি কারণ এর আগে একাধিকবার নবান্নে প্রবেশের চেষ্টা করেছেন তাঁরা কিন্তু কোনোবারই অনুমতি দেওয়া হয়নি। দাবি করেন, কেন্দ্রের টাকা নষ্ট করেছে রাজ্য সরকার। বাংলার জনগণকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিজেপির সমর্থক হলে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করা হয়। প্রশাসনিক সভায় বিজেপি বিধায়কদের নাকি ডাকা হয় না। দিল্লিতে নাটক করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, নিশানা শুভেন্দুর। অর্থাৎ বঞ্চনার পাল্টা বঞ্চনার জবাব দিলেন বিজেপি নেতা।

hiring.jpg